Web Mail | Members Link | |
Select Language:


‘সংযোগ’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু:
এডহক কমিটির ২০১৫ সালরে ৩০ এপ্রলি বাংলোদেশের মাদক চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রগুলো ‘সংযোগ’ নামে মাদক নির্ভরশীলদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নেওয়ার্ক যাত্রা শুরু জন্য সভা আহবান করা হবে। উক্ত সভায় সংবিধান আলোচনা, গ্রহণ ও নির্বাচন করে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে ঢাকা আহছানিয়া মিশন প্রধান কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় ৩২টি কেন্দ্রের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় পুর্ণাঙ্গ গঠণতন্ত্রসহ দুই বছর মেয়াদি ১৩ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন সভাপতি ড. পিটার হালদার (বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন)-ঢাকা), ভাইস প্রেসিডেন্ট ডি এ নাসির (ফেরা-ঢাকা), ভাইস প্রেসিডেন্ট পারভেজ আহমেদ (এআরকে-চিটাগাং), সাধারণ সম্পাদক ইকবাল মাসুদ (ঢাকা আহছানিয়া মিশন), যুগ্ম সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান (হোলি কেয়ার-বরিশাল), কোষাধ্যক্ষ ইমামুল ইসলাম রনি (সবার লাইফ-ঢাকা), সাংগঠনিক সম্পাদক শামীম (আশ্রয়-ঢাকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান (আইআরএ-বগুড়া)। এছাড়াও সদস্য হিসেবে নির্বাচিত হন তরুণ কান্তি গায়েন (ক্রিয়া-ঢাকা), আবুল বাশার পল্টু (আপস-রাজশাহী), আফরোজা আক্তার মনজু (কেএমএসএস-খুলনা), দিদারুল আলম রাশেদ (নঙ্গর-কক্সবাজার) ও মাহবুব-এ-খোদা (রিলেশন-জামালপুর)। সভা শেষে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সেন্ট্রাল ড্রাগ ট্রিটমেন্ট সেন্টারের পরিচালক ও চিফ কনসালেটেন্ট ড. সৈয়দ এমামুল হোসেন এবং মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের রেসিডেন্সিয়াল সাইক্রিয়াটিস্ট (এলপিআর) ড.আকতারুজ্জামান সেলিম অনুষ্ঠানে যোগদান করেন ও নতুন কমিটিকে অভিন্দন জানান।
Helpline
President
01714088968
General Secretary
01712935865
Treasurer
01711951581
Organizing Secretary
01911158240

Drug Treatment & Rehabilitation Centers Network
SecretariatHouse # 152, Block # Ka,
PC Culture Housing Society, Shyamoli,
Dhaka-1207, Bangladesh
Email: info@sonjog.org
Website: www.sonjog.org